নগরবাসীগণ, শোন ঐ সোনার বীণা বাজে আকাশে
স্বর্গের দূতেরা গায় আনন্দ গান, হয়ে মত্ত মনের উল্লাসে।
১। যত ব্যথিতের ব্যথা, পাপীর পাপের বোঝা হরণ করিবারে
সেই অধম তারণ ঈশ্বর নন্দন, ভবে উদয় হয়েছেন এসে।
২। মহারাজাধিরাজ স্বর্গের রাজ ঐশ্বর্য ত্যাজি অবহেলে
আজি এলেন নেমে, বৈৎলেহমে, ক্ষুদ্র মানুষের শিশুর বেশে।
৩। ঐ যে সারি সারি কত নর নারী, বৈৎলেহমের পানে
সবে যাচ্ছে চলে সেই গোশালে, তাঁর সেই শ্রীমুখ দর্শনের আশে।
৪। তাঁর দর্শনে যায় সকল দুঃখ জ্বালা, স্পর্শে মুক্তি মেলে
হৃদয়ে রাখলে সেই নাম বৈকুণ্ঠ ধাম, পাপীর অন্তরে নেমে আসে।
৫। তোরা আয় সকলে দেখিতে তাঁহারে, যাব বৈৎলেহমে
মোরা তাঁর শ্রীচরণ করব ভজন, সদা মনের আনন্দে ভেসে।
স্বর্গের দূতেরা গায় আনন্দ গান, হয়ে মত্ত মনের উল্লাসে।
১। যত ব্যথিতের ব্যথা, পাপীর পাপের বোঝা হরণ করিবারে
সেই অধম তারণ ঈশ্বর নন্দন, ভবে উদয় হয়েছেন এসে।
২। মহারাজাধিরাজ স্বর্গের রাজ ঐশ্বর্য ত্যাজি অবহেলে
আজি এলেন নেমে, বৈৎলেহমে, ক্ষুদ্র মানুষের শিশুর বেশে।
৩। ঐ যে সারি সারি কত নর নারী, বৈৎলেহমের পানে
সবে যাচ্ছে চলে সেই গোশালে, তাঁর সেই শ্রীমুখ দর্শনের আশে।
৪। তাঁর দর্শনে যায় সকল দুঃখ জ্বালা, স্পর্শে মুক্তি মেলে
হৃদয়ে রাখলে সেই নাম বৈকুণ্ঠ ধাম, পাপীর অন্তরে নেমে আসে।
৫। তোরা আয় সকলে দেখিতে তাঁহারে, যাব বৈৎলেহমে
মোরা তাঁর শ্রীচরণ করব ভজন, সদা মনের আনন্দে ভেসে।
-প্রিয়নাথ বৈরাগী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন