তুমি ধন্য যীশু ধন্য দয়াময়
তোমার জয় হবে জয় হবেই হবে হবে তোমার জয়।
১। পাপী তাপী যত দুরাচার হবে পার দয়াধার
তোমার নামের গুণে যাবে ওপার সাধের অমরায়।
২। তোমার রাজ্য আসেবে ভবে, আসিবেই আসিবে
তোমার জগৎ জোড়া রাজ্য হবে স্থাপিত ধরায়।
৩। তোমার ইচ্ছা বৈকুণ্ঠে যেমন পালিছে সর্বজন
তেমনি এভবেও হবে পূরণ, তোমার অভিপ্রায়।
৪। পূর্ণ সবে পূণ্যেতে তোমার, এ সংসারে ত্রানেশ্বর
সেদিন সুখের সীমা রবেনা আর এ ব্রহ্মাণ্ডময়।
তোমার জয় হবে জয় হবেই হবে হবে তোমার জয়।
১। পাপী তাপী যত দুরাচার হবে পার দয়াধার
তোমার নামের গুণে যাবে ওপার সাধের অমরায়।
২। তোমার রাজ্য আসেবে ভবে, আসিবেই আসিবে
তোমার জগৎ জোড়া রাজ্য হবে স্থাপিত ধরায়।
৩। তোমার ইচ্ছা বৈকুণ্ঠে যেমন পালিছে সর্বজন
তেমনি এভবেও হবে পূরণ, তোমার অভিপ্রায়।
৪। পূর্ণ সবে পূণ্যেতে তোমার, এ সংসারে ত্রানেশ্বর
সেদিন সুখের সীমা রবেনা আর এ ব্রহ্মাণ্ডময়।
-প্রিয়নাথ বৈরাগী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন