পরিত্রাণ খ্রীষ্টের মরণে।
১। যীশু নর দেহ ধরি, আইল মর্তপুরী
পাতকীর পাপ-নিবারণে
যীশু সব সুখ ত্যাগী, হইয়া মহাদুঃখী
তারিলেন সকল শত্রুগণে।
২। যীশু পতিত পাবনে, নরক দুস্তরে
প্রেম কৈলে নিজ গুণে;
যীশ শত্রুর কারণে, আপন পরাণে
যন্ত্রণা ভুগিলে সংবিধানে।
৩। যীশু অন্তর কারণ, অনন্ত প্রমাণ
দিতেছ হে জগজ্জনে
যীশু আমি ক্রিয়াহীন, অতি দীনহীন
মুক্ত কর মোরে প্রেমগুণে।
৪। যীশু প্রেম সিন্ধু তুমি, জন্তু কুর্ম আমি
বাস করি তব নীরে;
যীশু মোরে করি দয়া, দেহ পদ ছায়া
শীতল থাকিব সর্বক্ষণে।
১। যীশু নর দেহ ধরি, আইল মর্তপুরী
পাতকীর পাপ-নিবারণে
যীশু সব সুখ ত্যাগী, হইয়া মহাদুঃখী
তারিলেন সকল শত্রুগণে।
২। যীশু পতিত পাবনে, নরক দুস্তরে
প্রেম কৈলে নিজ গুণে;
যীশ শত্রুর কারণে, আপন পরাণে
যন্ত্রণা ভুগিলে সংবিধানে।
৩। যীশু অন্তর কারণ, অনন্ত প্রমাণ
দিতেছ হে জগজ্জনে
যীশু আমি ক্রিয়াহীন, অতি দীনহীন
মুক্ত কর মোরে প্রেমগুণে।
৪। যীশু প্রেম সিন্ধু তুমি, জন্তু কুর্ম আমি
বাস করি তব নীরে;
যীশু মোরে করি দয়া, দেহ পদ ছায়া
শীতল থাকিব সর্বক্ষণে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন