খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

রাখ নামায়ে তোমার প্রাণের বোঝা- Rakho Namaya Tomer Praner Bojha

 রাখ নামায়ে তোমার প্রাণের বোঝা

দয়াল প্রভু যীশুর চরণে
যিনি তোমার পাপের সাজা, সহিয়াছেন নিজ প্রাণে।

১। দুঃখ দুর্ভাবনা যত, জাগে প্রাণে অবিরত, রজনী দিনে
দুশ্চিন্তা উদ্বেগ উৎকণ্ঠা, যাহা কিচু আছে মনে।

২। যত শোক যত বেদনা, করে প্রাণে আনাগোণা নীরব চরণে
অবিচার অত্যাচার যত, সহিতেছেন অকারণে।

৩। প্রলোভন আর পাপ পরীক্ষা, হতে তিনি করেন রক্ষা আশ্রিত জনে
বলো তাঁরে হৃদয় খুলে, রেখ না কিচুই গোপনে।

৪। ব্যথী তিনি সকল ব্যথার, শ্রোতা তিনি সকল কথার সকল স্থানে
ব্যথিতের বন্ধু এমন, পাবে না এই ত্রিভূবনে।

৫। জানাও তাঁরে অভাব তোমার, তাঁর কাছে আছে প্রতিকার নিশ্চিত জেনে
পাবে মুক্তি, পাবে শান্তি, তোমার অশান্ত জীবনে।
-প্রিয়নাথ বৈরাগী (১৯৪২ খ্রীঃ)