খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

প্রকাশকের কথা


আমি পোশাক শিল্পে কর্মরত আমদানী-রপ্তানী বিভাগের একজন কর্মকর্তv। ঈশ্বরের মহানুগ্রহে ব্যক্তিগত জীবনে ও কর্ম ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে যতটুকু কর্মক্ষমতা অর্জন করেছি তা দিয়ে একটি ওয়েব সাইট তৈরী করা যথেষ্ট নয় যা একজন ওয়েব ডিজাইনার করতে পারে। কালের বিবর্তনে আমাদের অতি প্রয়োজনীয় কিছু গান ও তথ্য বিশেষ করে আমাদের খ্রীষ্টিয় উপাসনালয়ে গাওয়া গান আজও কাগজের পাতায় বন্দী, যার প্রচার ও প্রসার বা যথাযথ সংরক্ষনের অভাবে হারিয়ে যাচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে ইন্টারনেট একটি অতি ব্যবহৃত ও সর্বজন স্বীকৃত আধুনিক মাধ্যম। আমি আমার সামান্য জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে বাবু উইলাম ঢালীর প্রকাশিত সেবক সঙ্গীত বইখানির কিছু অংশ ও গান নয়া নৌকা নামক ওয়েভ (ব্লগ) সাইটে প্রচারের চেষ্টা করছি। কারও বিনা প্ররোচনায় বা কোন আর্থিক সুবিধা পাবার চিন্তাধারার সঙ্গে সম্পৃক্ত না রেখে আমি আমার সাধ্যমত নয়া নৌকার মাধ্যমে সেবক সঙ্গীত প্রচারের চেষ্টা করছি।

সেবক সঙ্গীত, সেবক সমিতির ইতিহাস ও  রেভাঃ প্রিয়নাথ বৈরাগীর জীবনী ইন্টারনেটে প্রচারের জন্য যা করা দরকার সবই নিজে করেছি এবং সংশোধনের জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি।

আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আধুনিক ইন্টারনেট জগতের কোন ব্যবহারকারী ও বর্তমান উদীয়মান খ্রীষ্ট বিশ্বাসীদের বিন্দুমাত্র উপকারে আসলে আমার প্রচেষ্টা ও পরিশ্রম স্বার্থক হয়েছে বলে নিজেকে ধন্য মনে করব।

ভুল সংশোধনের জন্য আপনাদের যে কোন পরামর্শ  প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করছি।আপনাদের মূল্যবান মতামত প্রদানের জন্য নিম্নের ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।

নিবেদক-
মানিক সিকদার
পাথরঘাটা, চট্টগ্রাম।
মোবাইল- ০১৭১৮ ৩৩৯৭০০

২টি মন্তব্য:

  1. শেষ জীবনে তিনি শেষকালীন প্রেরিত হৃদয়রঞ্জন সমাদ্দার কর্তৃক ঈশ্বরের রাজ্যের সন্নিকটতা জানতে পেরে নিজেকে আরও প্রভুর কাছে সমর্পিত করতে পরেছিলেন। তিনি সন্ধ্যার পরে নির্জন স্থান বসে একাকী প্রার্থনা করতেন। তাই তিনি গানটা লিখতে অনুপ্রাণিত হয়েছিলেন “ভাঙ্গিবে ভাঙ্গিবে ভাঙ্গিবে এবার ঐ শয়তানের দূর্গ ভয়ঙ্কর” যার কথা ও শুর পূর্ব গানের থেকে সম্পূর্ণ আলাদা। সেবক সমিতির সেবক শশিভূষণ পন্ডিত তিনিও প্রভুর জন্য সংসার ত্যাগ করে প্রভুর কার্যকারী হয়ে যান। প্রিয় বাবুর পরিবারও সত্যকে জানতে পেরে সহভাগীতা মন্ডলীতে যুক্ত হন।

    উত্তরমুছুন
  2. ধন্যবাদ দাদা সুন্দর ওয়েবসাইট তৈরির জন্য। যদি সম্ভব হয় তবে এগুলো নিয়ে একটা এ্যাপস তৈরী করুন।

    উত্তরমুছুন