খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

প্রভু হে, কি দিয়া পূজিব তোমরে- অনিল মধু

প্রভু হে, কি দিয়া পূজিব তোমরে (২)
আমার ভক্তিশূণ্য  হৃদয়খানি রে(২)
তোমার প্রেমের গন্ধ নাই ও রে (২)
প্রভু হে, পূজিব তোমারে।

১। পূজার তরে এই আঁধারে ছিল একটি ফুল
বিরহ অনলের তাপে, শুকাল তার মূল্য ওরে (২)
আমার নিরস বাগান সরস কর রে (২)
তোমার প্রেম বারি দিয়া রে (২)
প্রভু হে, পূজিব তোমারে।

২। কী দিয়া পূজিব প্রভু, কী আছে আমার
মানবকূলে জনম নিয়া হলাম পাষাণের আকার ওরে (২)
আমার পাষাণ মনে কেনও দিন ওরে (২)
আমার প্রভুর স্মরণ হল না (২)
প্রভু হে, পূজিব তোমারে।

৩। রিক্ত আমার পূজার থালা শূণ্য আঁধার
প্রভুর সেবায় বঞ্চিত হলাম, ভবে এমন দশা কার ওরে (২)
কাঙ্গাল অনিল বলে হে দরদী রে (২)
তোমার যুগল চরণ দাও শিরে (২)
প্রভু হে, পূজিব তোমরে।
-রচয়িতাঃ অনিল মধু

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন