খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

যীশু হলেন মৃত্যুঞ্জয়ী পাপীর নাই আর মরণভয়

যীশু হলেন মৃত্যুঞ্জয়ী পাপীর নাই আর মরণভয়
একে দুইয়ে তিনে সাক্ষ্য সত্য প্রমাণ হয়।

১। মৃত্যু জয়ে কবলিত যীশু হয়েছেন জীবিত
মরিলে হব জীবিত নাইকো মোদের মরণভয়।

২। পাপী-তাপীর জামিন হয়ে পাপের সাজা শিরে নিয়ে
কবরের যা কবর দিয়ে মৃত্যুকে করিলেন জয়।

৩। দিয়াবলের হয়েছে ক্ষয় যীশুর শক্তির হয়েছে জয়
পবিত্র পবিত্র ও সে মেষশাবকের হল জয়।

৪। সকল দুঃখের অবসানে আনন্দ খেলিছে প্রাণে
এ আনন্দ ফুরাবার নয় দিনে দিনে বৃদ্ধি পায়।

৫। মৃত্যুঞ্জয়ী যীশু নামে যাব মোরা স্বর্গধামে
বুক বেঁধে আজ আশায় আশায় আছি সেই প্রত্যাশায়।
-জয়নাথ অধিকারী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন