খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

যীশু প্রেমামৃত ধারা বহে ধারা ভক্তের অন্তরে

যীশু প্রেমামৃত ধারা বহে ধারা ভক্তের অন্তরে।

১। ঐ নাম শুনিয়ে রাখালগণে, তারা চাইল না নিজ মেষের পানে রে
তারা চলে যায় গোলাশায় যীশুকে দেখিতে রে।

২। যীশুর প্রেমের উদ্দেশ্য পেয়ে (পূর্বের) পণ্ডিতগণ আসিল ধেয়ে রে
পূজে স্বর্ণ, কুন্দুরু গণ্ধরস দিয়া রে।

৩। (ঐ) নামে মরিয়াম ধ্বনি, ধরে যীশুর পা দু’খানি রে
চক্ষের জল দিয়া ধোয়াইয়া, কেশ দিয়া মুছাইল রে।

৪। শালেমস্থ বালকগণে, (তারা) উদ্ধের্ খেজুর পাতা তুলে রে
তারা নাচে গায় যীশু জয়, যীশু জয় বলে রে।

৫। যীশু প্রেমে পাগল হয়ে সাধু যোহন বেড়ায় বনে বনে রে
বলে মন ফিরাও মন ফিরাও, মন ফিরাও বলে রে।
-নিশিকান্ত হালদার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন