খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

যীশুর চরণে লুটায় নারী

যীশুর চরণে
লুটায় নারী, ধারা বয় দুই নয়নে
(ওসে কেঁদে কেঁদে ভাসায় চরণতলে।)।

১। নয়ন জলে যীশুর চরণ, ধুয়ে দিল মরিয়ম তখন
চরণ দিল ছেয়ে শতেক চুম্বনে।

২। খুলে দিয়ে মস্তকের চুল, মুছে দিল চরণ-পদ্মফুল
যে ফুল ফোটে স্বর্গের শতদল বনে।

৩। সুগন্ধি তৈল দিল ঢেলে, প্রভু যীশুর চরণ যুগলে
পাপের ক্ষমা পাবার আশা পরাণে।

৪। এস প্রভু দয়া করে, উদয় হও এই হৃদয় মন্দিরে
তুমি এসে যীশু আপন গুণে।

৫। ধুয়ে চরণ নয়নজলে, মুছে দিব মাথার চুলে হে
চরণ পূজা করব-বাসনা-মনে।

৬। সকল পাপ আজ কর ক্ষমা, দয়াল তোমার দয়ার নাই সীমা
তোমার শান্তি দেও এই অশান্ত প্রাণে।
-প্রিয়নাথ বৈরাগী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন