খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

সত্য গুরুর চরণ ধর আমার মন

সত্য গুরুর চরণ ধর আমার মন
সত্য গুরু না ভজিলে, হবে নরকে তোমার গমন।

১। যে জন ভবে সত্য গুরু, গুরুর গুরু কল্প তরু, ঈশ্বর নন্দন
সে জন মানুষ হয়ে এল ভবে, ধোয়াল শিষ্যের চরণ।

২। প্রেম শিক্ষা তাঁর শিক্ষার মূলে
প্রেম শিখায় সে মরণ কালে, প্রেমই তাঁর জীবন
তাঁরে পাবি যদি নিরবধি, কর গে তাঁর অন্বেষণ।

৩। শিষ্যের জন্য সে জন মরে, নিজ প্রাণ দেয় ক্রুশোপরে প্রেমের মহাজন
সে জন পাপীর তরে, দ্বারে দ্বারে, প্রেম ধন করে বিতরণ।

৪। যীশু খ্রীষ্ট নামটি ধরে, এসেছেন এ সংসারে, অমূল্য রতন
শিখায় মানুষকে, সে মানুষ হতে, দেখ এসে সে মানুষ কেমন।
-প্রিয়নাথ বৈরাগী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন