খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

সদা জাগে মনে ঐ চাঁদ বদন

সদা জাগে মনে ঐ চাঁদ বদন
তোমার শ্রীমুখ যায় না ভুলে থাকা
আমি পাগল হলেম প্রাণে ম’লেম্‌
বাঁচাও বাঁচাও প্রাণ সখা।

১। তোমার শ্রীমুখের কান্তি, ঘুচায় মনের সকল ভ্রান্তি
জুড়ায় হৃদয় দেয় গো মান্তি, দয়াল রয় না কিচুই ঢাকা
মনের পাপের আঁধার দূর করে দেয়, পূর্ণ চন্দ্রের জ্যোতিরেখা।

২। তোমার দুটি সজল নয়ন, ভুলায় আমার এই ভোলা মন
শীতল করে তাপিত জীবন, তোমার দৃষ্টি সুধা মাখা
যেন মেঘ আড়ালে আলো জ্বলে, সোনার কান্তি জ্যোতিরেখা।

৩। তুমি পূর্ণ দয়ার আঁধার, পূণ্য সুধা প্রেমের ভাণ্ডার
তোমতে হেরি অনিবার, দয়াল সুখ শান্তি লেখা
যেন দুঃখে-সুখে পাই তোমাকে, প্রাণে থাকে আঁকা।
-রূবেন সরকার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন