খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

যীশুর আলো কি উজ্জ্বল দেখাই খুলে প্রাণ কারে

যীশুর আলো কি উজ্জ্বল দেখাই খুলে প্রাণ কারে
(দেখ) সূর্য লাগে কোথায় তাঁর আলোর কাছে সব হারে।

১। ঐ আলো মোর অন্তরে, ভাল মন্দের বিচার করে
(তাই) সদা জেগে থাকি আমি, নির্ভর যীশুর উপরে।

২। এত জ্ঞান যীশুতে পাই, ভাষা নাহি সে সব বুঝাই
(তাই) যীশুর গান আপনি গাই, যীশুর আলোর তান ধরে।

৩। ভক্ত সকল সাবধান হও, যীশুর আলোয় প্রাণ মিলাও
(সদা) চল, মাঝে থেম নাক, সর্বপূর্ণতার তরে।
-রাজেন্দ্রলাল মুখোপাধ্যায় (১৮৯২খ্রীঃ)

1 টি মন্তব্য: