খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

শুভদিনে এসেছ, দয়াময় হে

শুভদিনে এসেছ, দয়াময় হে
দয়াময় যীশু হে, এ ধরায়
তোমার আগমনে হেরি চারিদিক আনন্দময়।

১। শুনি আকাশে মঙ্গল ধ্বনি সুর পুরবাসী মুখে
তোমার বিজয়-গাঁথা গাহিছে মনের সুখে
ধরাতলে নরকূল, মর্ত উল্লাসে, পুলকে
স্বর্গ-মর্ত সমস্বরে, গাহে তোমার নামের জয়।

২। ঐ যে হাসিছে প্রভাতী তারা, চেয়ে তব মুখ পানে
(সহস্র সুধাংশু সম অতুলন এই ত্রিভূবনে)
জগৎ পূজ্য জ্ঞানী জন, লুটাইছে শ্রীচরণে
রতন, মুক্তা, মণি রেখে তোমার রাঙ্গা পায়।

৩। আজি প্রণমে পদ পঙ্কজে, দীনহীন এই অভাজনে
সঁপিয়া তোমারে প্রভু, দেহ, আত্মা, জীবন ও মন
ইহকাল আর পরকাল, সর্বরাধ্য ঈশ্বর-নন্দন
যুগে যুগে অধীনেরে দিও তোমার পদাশ্রয়।
-প্রিয়নাথ বৈরাগী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন