খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

সাথের সাথী সবার যিনি, থাকুন তিনি তোমার সাথে

সাথের সাথী সবার যিনি, থাকুন তিনি তোমার সাথে
যিনি রক্ষা করেন সকল প্রাণী, কি দিবসে কিবা রাতে।

১। তাঁহার শ্রীচরণের ছায়া, শীতল করুক জীবন-কায়া
তার শ্রীমুখের আলো, জগৎ আলো করে জ্বলুক তোমার চিতে।

২। সুখে তিনি শান্তির খনি, সকল দুঃখে সহায় তিনি
তুমি হয়ে তাঁর নয়নের মণি থাক সুখে এ জগতে।

৩। যদি এ জগতে আবার, সাক্ষাৎ নাহি পাই হে তোমার
হবে জীবন জর্দন নদীর ওপার, দেখা সেই শুভ প্রভাতে।

৪। সেই প্রভাতে সুখের দেশে, আনন্দ সুখের আবাসে
মিলে গাবো মোরা প্রেমউল্লাসে, মধুর বিজয় সঙ্গীতে।

৫। সে শুভদিনের প্রত্যাশায়, যেন মোদের দিন কেটে যায়
যে দিন আসিছে, আসিছেন ত্বরায় প্রভু যীশু এ জগতে।

৬। পেয়ে অদ্য কার আশীর্বাদ ঘুঁচুক প্রাণের সকল বিষাদ
মোরা যাচি সবে তাঁহার প্রসাদ, তোমার যাত্রাপথে।
-প্রিয়নাথ বৈরাগী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন