খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

যীশু খ্রীষ্টের স্মরণ লয়েছি

যীশু খ্রীষ্টের স্মরণ লয়েছি
আর ভব-ভয়ের ভাবনা কি!

১। ত্যাজ্য করে স্বভাব পুরাতন
এখন যীশু-প্রেমে মজে রে ভাই স্থির করেছি মন
ও তাঁর ধর্ম-আলো, অতি উজ্জ্বল
আমি হৃদয় মাঝে জ্বেলেছি।

২। মন ভ্রান্ত ছিল অতিশয়
তাতে পাপে ভারী প্রাণ-তরী জীবন সংশয়
এখন ঘুঁটিয়ে দন্ড, নিরানন্দ
আমি আনন্দেতে ভেসেছি।

৩। শয়তানের দুষ্ট কারখানা
এই ভোলা মনকে ভুলায়ে ছিল দিয়া মন্ত্রণা
সব দেখি ফাঁকি, মুদি আঁখি
প্রভুর চরণ হৃদে ভাবতেছি।

৪। কি করিবে শয়তান দুরাচার
এই মন-প্রাণ দিয়েছি সব খ্রীষ্টের উপর ভার
আর নাইকো শঙ্কা বাজিয়ে ডঙ্কা
আমি যীশুর রাজ্যে এসেছি।

৫। মিথ্যা ফাঁকি যত চাতুরী
আর কুজ্ঞান কুমতি সকল পরিত্যাগ করি
লয়ে যীশু-তত্ত্ব, মহামন্ত্র
আমি খ্রীষ্টের দাস হয়েছি।
-কালাচাঁদ মন্ডল (১৮৪৫)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন