খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

হেথা সারাটি রজনী ভরি, ছিল প্রহরী প্রহরণধারী

হেথা সারাটি রজনী ভরি, ছিল প্রহরী প্রহরণধারী
নেয় নাই কেউ হরি তাঁর দেহ, করেনি তাঁহারে চুরি গো কেহ।

১। স্মরিয়া যাঁহারে কাঁদিছ, তোমার বহিছে নয়নে বারি
অসহ দহন রহিয়া রহিয়া, দহিছে হৃদয়পুরী।

২। সমাধি শয়নে শায়িত, হেথা সমাহিত তাঁরে হেরি
ভেবেছিল মনে আততায়ীজনে, আসিবে না সে আর ফিরি।

৩। মরণের বুকে মৃত্যুবানহানি, শমনে নিধন করি
ঐ আসে ঐ, সেই মৃত্যুঞ্জয়ী, কালান্ত কৃতান্ত অরি।

৪। ঐ শুন, সে ডাকিছে, শুন, “ওগো মগ্দালিণী মেরী”
মুছিয়া নয়ন, কর দরশন, যীশু দুঃখতাপহারী।
-প্রিয়নাথ বৈরাগী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন