খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

সবে জাগম জাগ করি বিনয়; লহ পরিত্রাণ, দিন বয়ে যায়

সবে জাগম জাগ করি বিনয়; লহ পরিত্রাণ, দিন বয়ে যায়।
যীশু শান্তি দাতা তোমার ত্রাণকর্তা প্রেমময়, এখন
বিশ্বাস করে চলে এস, দিন বয়ে যায়, নাই উপায়।

১। যীশু স্বর্গ ছেড়ে, দাসের রূপ ধরে এ ধরায়, পাপী
নরের তরে ক্রুশ প’রে সমর্পিলেন কায়-দয়াময়।

২। যীশু মধুর স্বরে, ডাকিছেন তোমারে এসময়, যত
পরিশ্রান্ত, ভারাক্রান্ত, আমার কাছে আয়-সুসময়।

৩। এখন কপিথ ছাড়, পাপ স্বীকার কর, সরল হও
সবে প্রার্থনাতে যীশুর কাছে, মনের কথা কও ত্রাণ লও।

৪। দেরি করো নাকো, সুযোগ ছেড়ো নাকো আর
হেলায়, কোন্‌ দিন শমন এসে বাঁধবে কষে
দিন বয়ে যায়, নিরুপায়।

৫। সুযোগ ছেড়ে দিলে বিস্তর কাঁদিলেও পাবে না ত্রাণ
এখন তপিত্‌ হৃদে কেঁদে কেঁদে, লহ পরিত্রাণ, বাঁচাও প্রাণ।

৬। মনে দেখ ভেবে, ক’দিন থাকবে ভবে, সময় যায়
এখন সরল মনে ডাক তাঁরে, দিন বয়ে যায়, নাই উপায়।
-শলোমন শান্তিনাথ বিশ্বাস

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন