খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

সোনার বরণ মানুষ রতন প্রেমিক বিনে সেধন পায় না

সোনার বরণ মানুষ রতন প্রেমিক বিনে সেধন পায় না
আমি নিরবধি ঐরূপ দেখি গো রূপ দেখে প্রাণ পূরে না।

১। কাঁটার মুকুট শিরে পরা হাতে পায়ে পেরেক মারা গো
তাঁর সোনার অঙ্গে কৌপন পরা গো
ভবে এমন মানুষ আর মিলে না।

২। দুটি নয়ন জলে ভরা, প্রেমে আকুল নয়ন তারা গো
দেখে নর-নারী গৃহ ছাড়া গো
তারা প্রেমের টানে ঘরে রয়না।

৩। মার্থা, মরিয়ম ছিল ঐ প্রেমেতে ডুবে গেল গো
আর কত জনে ধিক্কার দিল গো
সাধু পিতার যোহন চেয়ে দেখ না।

৪। কিবা তাঁহার রূপের ছটা জীবন জলে মাতাল আছে গো
আমার হৃদয়ের মাঝে প্রেমের কাঁটা গো
ফোটে দিবানিশি সে যন্ত্রণা।

৫। ঐ প্রেমেতে ডুবে যাব কেঁদে কেঁদে পায়ে পড়ব গো
আমি ঐ চরণে জীবন দিব গো
আমার মনে আছে এই বাসনা।
-রূবেন সরকার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন