খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

সত্য সনাতন নিত্য নিরঞ্জন জয় জয় পতিত পাবন

সত্য সনাতন নিত্য নিরঞ্জন জয় জয় পতিত পাবন।

১। মোরা অপরাধী, পাপ করেছি জন্মবধি
ক্ষমা কর ওহে জগৎপতি (এখন)।

২। তোমার নামে দুই তিন জনে, উপস্থিত হয় যেখানে
বলছ তুমি থাকবে সেই স্থানে (নাথ)।

৩। লয়েছি স্মরণ আজি, ওহে রাজাধিরাজ
সভামাঝে অধিষ্ঠিত হও আজ (নাথ)

৪। তোমার অতুল শোভা কি মাধুরী মনোলোভা
দেখিলে ভুলিতে কে পারে (ঐ রূপ)।

৫। দেও নয়ন খুলে দেও, এসে সম্মুখে দাঁড়াও
নয়ন ভরে দেখিব তোমারে (নাথ)।
৬। মোরা আকিঞ্চন, অতীব দীনহীন
কে চাহিবে মুখ পানে ফিরে (দয়াল)।

৭। তুমি তো প্রেমময়, যথা-প্রেম তুমি তথায়
প্রেমবন্যায় ভাসাও এসে সবার (এখন)।

৮। তুমিতো আনন্দময়, নিরানন্দ নাইকো তোমায়
আনন্দে মাতাও এসে সবার (এখন)।
-জয়নাথ অধিকারী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন