খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

জগতের ধনে হয় কি ধনীরে- সেবক যোহন

জগতের ধনে হয় কি ধনীরে
ওরে যীশু ধন যার নাই অন্তরে
সে ধন ছিনতাই হবে, ডাকাতে নেবে রে
সিদ্‌ কাটিয়া নেবে চোরে
যীশু ধন যার নাই অন্তরে।

১। প্রমাণ আছে আলেকজান্ডার, বিশ্বজয়ী নাম ছিল তার
এই জগত মাঝারে
বলে গেল মৃত্যু কালে রে
আমি শূণ্য হাতে যাই কবরে।

২। রাজা প্রজা একই সমান, ওরে কবরেতে হবে যে স্থান
এই তোম বিধির বিধান।
কি লাভ হবে এ ধনে রে
সেধন সঙ্গে তোমার যাবে নারে।

৩। যীশু ধন পেয়েছে যারা, ওরে স্বর্গ মর্তে সুখ তারা
এই তো ধনীর ধারা
এই ধন হবে সংগের সাথী রে
ওরে নিবে তোরে পরপারে।

৪। যীশু নামে পাগল যারা, পরশে যায় ব্যাধি জরা
পরশ মণি তারা।
ওরে পরশ মণির ঐ চরণ ধুলিতেই
তুই ধনী হবি চিরতরে।

৫। যে ধনের নাই কোন ক্ষয়, তোর সংগের সাথী হবে নিশ্চয়
তোর যাবার সময়
পাগল যেহন বলে ঐ ধন পেলেরে
সে সুখী হবে ত্রি সংসারে।
-সেবক যোহন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন