খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

যীশু পরম ধন

যীশু পরম ধন
তাঁরে যত্ন কর আমার মন।

১। প্রভু ছাড়িলেন স্বর্গস্থান, আইলেন মর্তভূবন
ও মন, তোমারি কারণ
তিনি নরের জন্য নর দেহ, ও মন, করিয়াছেন ধারণ।

২। ও মন তোমার পাপের জন্যে, গেৎশিমানী বাগানে
কত দুঃখ তাঁর প্রাণে
ও মন তোমার মহাপাপের জন্য, তিনি ক্রুশে হলেন সমর্পণ।

৩। প্রভু যত্নের নিধি যত্নের ধন, তাঁরে ভক্তি কর আমার মন
তবে পাইবে জীবন
তাঁরে অযতন করলে রে মন, হবে নরকে তোমার গমন।

৪। যেজন বিশ্বাসে করে সাধন, সে পেয়েছে ঐ খ্রীষ্টধন
সে ধন অমূল্য রতন
ঐ ধন অনন্তকাল থাকবে রে মন, তাহার ক্ষয় নাহি হবে কখন।

৫। অতি দীনহীনের এই বচন, শুন ওরে ভোলা মন
ধর খ্রীষ্টেরি চরণ
ও মন মহাসুখে সুখী হবে, তুমি স্বর্গে পাবে সিংহাসন।
-যাকোব মন্ডল (১৮৬০)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন