খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

হোশান্না! হোশান্না!

হোশান্না! হোশান্না!
এ এলেন শান্তিরাজ।
ধন্য! তিনি ধন্য! পথ খুল যীশুর জন্য
নিজ রাজ্য লইবেন আজ।

১। যিরূশালেমের দিকে যায় গাধায় চড়িয়ে কে?
লোক কত আগে পিছে ধায় কি বলে পথিকে?

২। অপূর্ব সাজে সাজিয়ে শ্রীযীশুর সৈনিক যায়
নিজ বস্ত্র পথে পাতিয়ে, খেজুর পাতা উড়ায়।

৩। হে সিয়োন কন্যে! পূরিবে আজ শাস্ত্রের এই বচন
ঐ দীনবেশে হবে তোমার রাজার আগমন।

৪। নগরে শোভে সন্ধ্যালোকে ও চূড়া স্বর্ণময়
রব শুনে ছাদে উঠে লোক, অপেক্ষা করি রয়।

৫। ত্রাণেশ্বর কিন্তু মন নিরাশ “গ্রহিবে কি আমায়?”
কি সত্যের পক্ষে এই উল্লস না জগৎ রাজ্য চায়।

৬। অমায়িক শিশুগণের ভাব নাথ হেরি মন্দিরে
করিলেন স্তবে প্রীতি লাভ, তাই মনে রাখবে।
-উইলিয়াম কেরী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন