খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

আজও ভক্তের নয়ন বারি শুখায় নাই- সদানন্দ হাজরা (সদাই)

আজও ভক্তের নয়ন বারি শুখায় নাই আমতলায়
ওরে সাধু জনার চরণ ধূলি আজও যেন কথা কয়।

১। আর প্রসাদেরও গন্ধে সেদিন, বরে ছিল এই দেশে
রূবেনের, মনোহরের, প্রার্থনার নাই বা ছিল শেষ
ওরে প্রার্থনার মানুষ ছিল মথুরা বাবু রে
ও যার প্রার্থনায় নদীর ভাঙ্গন থেমে যায়।

২। আর প্রিয়নেোথর প্রেমের কথা, সংগীতে আছে গাঁথা
কোথায় বৃক্ষ কোথায় লতা, লতায় ছাইছে দেশময়
ওরে ঐ লতার পাতার ছোঁয়া, ছোঁয়া লেগে রে
আর রুগী সুস্থ হয়।

৩। আর জ্ঞান, দানিয়েল, গগনের কথা
আজও কত ভক্তের প্রাণে লাগে ব্যথা
ওরে সোনার মানুষ এসেছিল দুনিয়ায়
ও তারা চলে গেছে যে যার দেশে রে
ও তারা আসবে না আর এই ধরায়।

৪। আর সদাই কাঁদে মনের দুঃখে বুঝলাম নারে কেউ
আম তলারই কাছে বসে শুধু শুনলাম প্রেমের ঢেউ
পারলাম না ঐ প্রেমের মানুষ হইতে রে
আমার জনম বুঝি বৃথা যায়।
-সদানন্দ হাজরা (সদাই)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন