খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

শুনেছ বিনতি, অগতির গতি প্রণতি প্রণতি প্রণতি চরণে

শুনেছ বিনতি, অগতির গতি প্রণতি প্রণতি প্রণতি চরণে
তোমার দয়ার কথা যীশু জগত্রাতা, রবে প্রাণে গাঁথা জীবনে-মরণে।

১। নিয়া ভরাভয় শ্রীকরকমলে
দাঁড়ালে হৃদয়ের উদয় অচলে
শত-সূর্য্য প্রভা জ্বলে পদতলে, করুণা প্রবাহ বহিছে নয়নে।

২। করিলে মার্জনা অপরাধ যত
তিমির রজনী হইল বিগত
শুভ প্রভাত এসে হয়েছে উদিত, বিহঙ্গ সঙ্গীতে ঝংকৃত ভূবনে।

৩। শুভক্ষণে আজি মম এ জীবন
পাদপদ্মে তব করি সমর্পণ
কাটে এ জীবন গুণগানে যেন, তোমার এই অসীম করুণা স্মরণে।

-প্রিয়নাথ বৈরাগী (১৫/৯/১৯৪৮ খ্রীঃ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন