খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

আজ এই নিশি ভোরে একবার ডাক দেরে মন- Aj Ai Nishi vore

আজ এই নিশি ভোরে একবার ডাক দেরে মন সেই গুণনিধি
বদন ভরে ডাক দেখি তায় আজ একবার ডাকরে হৃদয় ভরে।

১। হল যখন নিশি আঁধার, আমি হারালাম তা পেলাম না আর
হৃদয় রতন আমার;
ভোরের বেলায় দুঃস্বপনে আমি দেখছিলেম তাঁরে।

২। এবার আঁধার কেটে গেছে, একবার ডাক দেখি যে কোথায় আছে
এই গজৎ মাঝে;
দয়া যদি করে সেজন, দেখা দিলে দিতে পারে।

৩। দেখা যদি না দেয়-সেজন, ও তোর জীবনের আর কি প্রয়োজন
মিছে সব আয়োজন;
একবার দেখা পেলে তাঁরে জীবন সফল এ সংসারে।

৪। বদন ভরে ডাক দেখি-তায়, একবার খুঁজে দেখ সে কোথায় আছে 
আজ এই প্রভাত সময়;
কি জানি সে খুঁজে তোর কাছে তোর হৃদয় মন্দিরে।

৫। স্বর্গের বিভব ত্যাজ্য করি, ভবে এসেছে সেই ত্রাণ-কান্ডারী
নরের দুঃখ হারী;
ঐ শুন কার ঐ মধুর ধ্বনি, কে ঐ ডাকিছে তোমারে।

৬। ডাক যারে হৃদয়ে তুমি তোমার হৃদয়ের সেই অন্তযামী
সেই জগৎ স্বামী;
তুমি যারে খুঁজে বেড়াও সেজন খুঁজিছে তোমারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন