খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

কান পেতে শোন- প্রিয়নাথ বৈরাগী

কান পেতে শোন; সেই নিমন্ত্রণ ওপারের ডাক এসেছে।
এই ভব সাগরে পাপীর তরে, ত্রাণের তরী ভেসেছে।

১। যত নষ্ট পতিত ভ্রষ্ট দুরাচার, যারা আশাহত, জীবন্মৃত, ভব সাগরের পার
যাদের নাই ভরসা, ত্রাণের আশা, মরণ পানে ছুটেছে।

২। তাদের মুক্তি দিতে ঈশ্বর নন্দন, দয়াল প্রভু যীশু ক্রুশোপরে, সয়েছেন মরণ;
করে প্রায়শ্চিত্ত করেন মুক্ত পাপী-তাপী যে আছে।

৩। তার সেই নামের তরী ভেসেছে জলে, যত পাপী তাপী, অপরাধী এই ভূমন্ডলে
চড়ে ত্রাণের সেই নায়, পার হয়ে যায়, কত জনে গিয়াছে।
৪। তোরা কে যাবি আয় ভব সাগরের পাড়; যীশু হাত বাড়ায়ে, ডাকেন তোরে আয়গো নারী নর
ঐ দেখ দিন বয়ে যায়, আয় চলে আয়, গোলকের দ্বার খুলেছে।
-প্রিয়নাথ বৈরাগী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন