খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

আয় মন চল যাই সেই নিত্যানন্দ ধামে- Ai Mono Cholo Jai Sei Nittanondo Dhame

আয় মন চল যাই সেই নিত্যানন্দ ধামে
যথা শান্তি নদী উথলিছে সদা যীশুর নামে।
(আনন্দের আর সীমা নাই রে)

১। তথা মূর্তিমান ত্রাণকর্তা পিতা যার বামে
(নয়নে হেরিব সকলে)

২। তাঁর প্রেক বিদ্ধ হস্ত পদ মোরা হেরিব গো প্রেমে
(প্রেম ধারা ফেলে নয়নে)

৩। সব দুঃখ-তাপ ভুলে গিয়ে মোরা থাকিব আরামে
(আনন্দের দিন কবে হবে রে)

৪। ঐ যে পাপের জ্বালা না রহিবে সে আনন্দ ধামে
(চির সুখে সুখী হবে গো)

৫। মোরা শমন ভয়ে ভীত নাহি হইব সেখানে
(শন ভয়ে দূরে যাবে গো)

৬। তথা সদানন্দে রব মোরা যীশুর গুণ গানে
(যীশু মোদের সঙ্গে থাকবেন গো)।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন