খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

কালা পানির জলে ভাসাইলাম সোনার নাও- প্রিয়নাথ বৈরাগী

কালা পানির জলে ভাসাইলাম সোনার নাও- সাঁঝের বেলা।

১। দূরে এই বিদেশে বন্ধূ হয়ে জীবন গেল কেটে
আমার পরমায়ু মিছা গেছে ভূতের বেগার খেটে।

২। শুনি রাজার হুকুম এসেছে আজ, যাব সোনার দেখে
তাই এই অকূলে ভাসাইলাম ভেলা শুভ দিনের শেষে।

৩। দেখি আঁধার হয়ে এল, আকাশ সাগরের জল কাল
এখন উঠত যদি গগনের চাঁদ জগৎ করে আলো।

৪। যদি দক্ষিণা বাতাসে বাদাম দিলে পরতাম তুলে
যদি তরঙ্গে তরিী চলত হেলে দুলে।

৫। যদি হাইল মাচার পর মাঝি, নৌকায় বসতো নিজে এসে
যদি নির্ভয়ে এই সোনার ভেলা দেখে যেত ভেসে।

৬। যদি মাঝির মুখের পানে চেয়ে টান দিতাম এই দাঁড়ে
তবে আর কি আমার শঙ্কা ছিল তুফানে কি ঝড়ে।

৭। যদি ওপারের সেই সোনার দেশের সোনার বন্দর খানি
একটু দেখা দিত পাছে পড়ে থাকত কালাপানি।

৮। সাঁঝের অন্ধকারে মাঝির মুখখান যেত যদি দেখা
সেই অকূলের কান্ডারী সাধূ ভক্ত জনের সখা।

৯। তবে ভব ভাবনা দূরে যেত, সোনার দেশের পথে
আমার দয়াল  ত্রাতা মধুর নামটি মুখে নিতে নিতে।

প্রিয়নাথ বৈরাগী (১৯১৯ খ্রীঃ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন