খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

ঐ যীশু না বলরে মন- পাগল শ্যামল

ঐ যীশু না বলরে মন
বল একবার বদন ভরে।
নামে তাপিত অঙ্গ শীতল হবে
জুড়াবে দগ্ধ এ জীবন।

১। আম ধর্ম নাম কর্ম
রসিক ভক্ত জানে মর্ম
বিশ্বাস ভক্তি নিত্য কর্ম
জীবে দয়া করে সে জন।

২। নাম সিন্ধু প্রেমে রসে
ভক্ত সুজন ডুবে আছে
মাতোয়ারা হয় নিমিষে
নামের মধু করিছে পান।

৩। যীশু নামে আছে শক্তি
কাম গন্ধহীন প্রেমপিরিতি
বিশ্বাস প্রেমে দিলে ভক্তি
প্রকাশিবে সেই দয়াময়।

৪। যশিু নাম প্রেম ও স্রোতে
পাপ তৃণ যাবে ভেসে
হৃদমন্দিরে চিত্তপটে
উঠবে ফুটে যীশু ছবিখান।

৫। যীশু নামে আছে শক্তি
বিশ্বাস করলে পাবে মুক্তি
ক্রুশ কাঠে মহাশক্তি
মহামুক্তি যীশু দয়াময়।

৬। ভেবে বলে পাগল শ্যামল
বৃথাই গেল মানব জনম
ভক্তি বিশ্বাস নামে প্রেমে
দিন থাকিতে যীশু বল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন