খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

আমার প্রান কাঁদে তাঁর তরে- Amer Pran Kade Tar Tore

আমার প্রান কাঁদে তাঁর তরে, বড় ভালবাসি গো তাঁরে
তাঁরে রাখব আমার অন্তরে (যত্ন করে, ত্রাণেশ্বরে)।

১। যেদিন তাঁরে দেখেছিলাম গো, দারুণ ক্রুশের উপরে
সেদিন আমার মন ভুলেছিল গো
ঐ রূপ জেগেছে মোর অন্তরে।
(নগরবাসী, দেখ আসি)।

২। পাপীর কারণ যীশুর মরণ গো, দেখলাম ক্রুশের উপরে গো
আছেন বর্শাতে বিধান ত্রাণনাথ, রক্ত বিন্দু, ঝরে গো!
(পাপ ধু’তে, কুক্ষি হ’তে)।

৩। প্রেম করে পাপীর তরে গো, প্রাণ দিলেন ক্রুশো’ পরে গো
এমন প্রেম আর কে করেছে গো
(নয়ন ভরে দেখব তারে)।

৪। যীশুর প্রেম অনুপম গো, এমন মিলবে না সংসারে গো
আমি গাব যীশুর প্রেম গাঁথা গো
(যীশুর প্রেমে, পাগল হয়ে)।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন