খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

একবার ডাক দে রে মন সেই গুণ নিধি- Ekber Dak De Re Mone

একবার ডাক দে রে মন সেই গুণ নিধি
আজ এই নিশি ভোরে
বদন ভরে ডাক দেখি তায় আজ, একবার ডাকরে হৃদয় ভরে।

১। হল যখন নিশি আঁধার, আমি হারালাম তা পেলাম না আর
আর হৃদয় রতন আমার;
ভোরের বেলায় দুঃস্বপনে আমি দেখেছিলাম তাঁরে।

২। একবার আঁধার কেটে গেছে, একবার ডাক দেখি সে কোথায় আছে
এই জগৎ মাঝে;
দয়া যদি করে সেজন, দেখা দিলে দিতে পারে।

৩। দেখা যদি না দেয় সেজন, ও তোর জীবন আর কি প্রয়োজন
মিছে সব আয়োজন;
একবার দেখা পেলে তাঁরে, জীবন সফল এ সংসারে।

৪। বদন ভরে ডাক দেখি তায়, একবার খুঁজে দেখ সে আছে কোথায়
আজ এই প্রভাত সময়;
কি জানি সে খুঁজে তোরে, আছে তোর হৃদয় মন্দিরে।

৫। স্বর্গের বৈভব ত্যাজ্য করি, ভবে এসেছেন এই ত্রাণ কাণ্ডারী
নরের দুখ হারী;
ঐ শুন তাঁর ঐ মধুর ধ্বনি কে ঐ ডাকিছে তোমারে।

৬। ডাক যারে হৃদয়ে তুমি তোমার অন্তরের সেই অন্তর্যামি
সেই জগৎ স্বামী;
তুমি যারে খুঁজে বেড়াও, সেজন খুঁজিছে তোমারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন