খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

এমন মধু মাখা ঐ যীশুর নাম- Emon Modhu Mahka Oi Jishur

এমন মধু মাখা ঐ যীশুর নাম
ঐ নাম বল মহানন্দে নিশি ভোরে।
হবে রসনা পবিত্র, শুদ্ধ হবে চিত্ত
কেবল মাত্র ঐ নামের জোরে।

১। কতকাল তোর গেছে অমনি, এমনি সুখের দিন-যামিনী।
কত সুখের নিশি ভোর, কেটে গেছে তোর
আছিলি বিভোর ঘুমের ঘোরে।

২। গেছে সেদিন দিয়া ফাঁকি, বেশী দিন আর নািইরে বাকী
আছে বাকী যে কয় দিন, সেই দিনের একদিন
মুক্তির শুভ দিন এসেছেরে।

৩। জেগে উঠ যীশু নাম বলে, মনের দুয়ার দেওরে খুলে
দেখ, রাজ রাজেশ্বর, ঈশ্বর কুমার
দাঁড়ায়ে তোমার গৃহ দ্বারে।

৪। মুক্তি ধন সে নিয়া হাতে, আছে তোমার অপেক্ষাতে
মায়া ঘুমে অচেতন ছিলেরে যখন
ডেকেছে তখন বারে বারে।

৫। জেগে উঠ যীশু নাম বলে, মনের দুয়ার দেওরে খুলে
দেখ, রাজ রাজেশ্বর, ঈশ্বর কুমার
দাঁড়ায়ে তোমার গৃহ দ্বারে।

৪। মুক্তি ধন সে নিয়া হাতে, আছে তোমার অপেক্ষাতে
মায়া ঘুমে অচেতন ছিলিরে যখন
ডেকেছে তখন বারে বারে।

৫। নয়ন জলে ধোও তাঁর চরণ, হৃদয়ে লও করে বরণ
ও তোর হবে রে মোচন, এ ভবের বন্ধন
পাবি মুক্তির ধন যীশুর বরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন