খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

এত ভালবাসি যারে সে কেন কাঁদায় আমারে- প্রসাদ সরকার

এত ভালবাসি যারে সে কেন কাঁদায় আমারে
আমি রাখিতে চাই হৃদে যারে গো সে কেন
দূরে যায় আমায় ছেড়ে।

১। যতনে আঁকি ছবি খান, নিশিদিন করি যাহার ধ্যান
সে থাকে কত ব্যবধানে।
দিয়ে কোন অজানা প্রণয়ের টান গো
টানিছে আমারে দেশ দেশান্তরে।

২। আবেশে গেলে ধরিতে সেজন লুকায় ত্বরিতে
পলক নাই পড়িতে
যেজন স্বপন ভাঙ্গা বিষাদ চিতে গো
শুধু অঝরে নয়ন ঝরে।

৩। না জানি কোন্‌ পেয়ে অপরাধ, সাধিছে
চির সুখে বাঁধ
ঢালিয়ে দিয়াছে বিষাদ
আমার মন হরিণে নিষ্ঠুর নিষাদ গো
বিধিছে বিরহের বিচ্ছেদ স্বরে।

৪। কাঁদাইয়া পায় যদি সে সুখ যত পারে
দেয় যেন সে দুঃখ
সইতে পারে যেন বুক
যদি দুঃখ ভারে ভাঙ্গে এ বুক গো
পাই যেন ভাঙ্গা বুকের মাঝারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন