খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

ওকি আনন্দ গান আকাশ পথে- প্রিয়নাথ বৈরাগী

ওকি আনন্দ গান আকাশ পথে, জাগ জাগ যত নর নারী।
একি এল শুভক্ষণ, জাগো সর্বজন, জাগো মোহ নিদ্রা পরিহরি।

১। সপ্তস্বরা বীণার তারে, কি রাগিণী আকাশ জুড়ে
ঝঙ্কারিছে বীণার তারে, কি রাগিণী আকাশ জুড়ে
ঝঙ্কারিছ বারে বারে মন প্রাণ চিত্তহারী
গাহে সুর পূরবাসী, পাপ তমোনাশী
ত্রাণশশী উদায় মর্তপুরী।
অন্তরাঃ শঙ্কা নাই! নাই! নাই!
এলেন গোলক হতে ভবলোকে
গোলকের গোঁসাই।

২। এলেন যীশু নামে জগদীষ্ট, পুরাতে নরের অভীষ্ট
যীশুন খ্রীষ্ট নামের তূল্য নাই।
পাবে নষ্ট মতি ভ্রষ্ঠজনে, তাঁর চরণে ঠাঁই।
সদা তব ভয়ে ব্যাকুল যারা, চিরন্তন বয় চটক্ষে ধারা
অন্তরে অশান্তির অন্ত নােই
এলেন সে অশান্তে শান্তি দিতে, ঘুচাতে বালাই।
-প্রিয়নাথ বৈরাগী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন