খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

কান্দি একা একা নদীর কূলে- সেবক সঙ্গীত

কান্দি একা একা নদীর কূলে
দেখি ঘাটে তরী নাই
আমার সঙ্গের সাথী ছিল যারা
কেহ আমার সঙ্গে আসে নাই।

১। হায় চারিদিকে আঁধার দেখি
সকলে দিয়াছে ফাঁকি,
কান্দি একা একা ঘোর আঁধার আমার
বন্ধু বান্ধব কেহ নাই।

২। হায় পাইয়া মায়ার সংসার
ভেবেছিলাম সবই আমার গো
আমি সব দিয়াছি তাদের জন্য
আমার হাতে কিছু রাখি নাই।

৩। ওপারের ঐ যাত্রী যারা একে একে
পার হয় তারা গো,
মাঝি কড়ি ছাড়া পার করে না
আমার হাতে েকানা কড়ি নাই।

৪। ভিক্ষার ঝুলি কাঁদে লয়ে
ঘুরি ভক্তি দ্বারে দ্বারে গো,
আমায় ভিক্ষা দিয়ে দেও পার করে
আমি এপারের মানুষ ওপারে যাই।

৫। যোহন কান্দে নিরবধি
পার কর হে দরদী গো
আমি সম্বল ছাড়া কাঙ্গাল একজন
আমার পারে যাবার সাধ্য নাই।
- যোহন ফলিয়া

1 টি মন্তব্য: