খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

ঐ যে পোহায় কাল নিশি- প্রিয়নাথ বৈরাগী

ঐ যে পোহায় কাল নিশি, এস হে যীশু মশীহ, তোর অন্তরে
প্রাণে মোর নিশি ভোর হ’বে তুমি এলে হৃদয় পুরে।

১। সকল আঁধার যাবে কেটে, স্বর্গের আলো উঠবে ফুটে
প্রভু যীশু তোমার বরে
এস আজ, মহারাজ, এস হৃদয় আমার আলো করে।

২। আমার সুখের নিদ্রা লাগি, প্রভু তুমি ছিলে জাগি
সারা নিশি মোর শিয়রে
শ্রীচরণ দরশন আমি করতে চাই এই নিশি ভোরে।

৩। তোমার সেবা সকল কাজে, করিতে এই জগৎ মাঝে
প্রভু তুমি শিখাও মোরে
দিন যায় দয়াময়, প্রভু, যেন তোমার সেবার তরে।
-প্রিয়নাথ বৈরাগী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন