খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

এক স্রোতঃ আছে শোণিতের- ডব্লিউ, কেরি

এক স্রোতঃ আছে শোণিতের
তায় পাপী ডুবিলে
যায় সব কলঙ্ক পাতকের
সেই স্রোত ইম্মানুয়েলে।

ধূয়াঃ মোর বিশ্বাস-যীশু ক্রুশেতে
করিলেন রক্ত দান
পাপী যে আমি শোণিতে
পাই যেন পরিত্রাণ।

১। সেই স্রোত দেখি, দস্যু মন
মরণে শান্তি পায়,
হইলে মোর সেই পাপ জীবন
পবিত্র হব তায়।

২। শোণিতের শক্তি, ‘হত মেষ’
ফুরায় না কিছুতে-
যাবঃ হয় শেষ ভক্তির প্রবেশ
স্বর্গ মন্ডলীতে।

৩। সেই স্রোতঃ হেরি বিশ্বাসে
তুলেছি প্রেমের গান
আজীবন গাইব হরষে
তোমারই কৃত ত্রাণ।

৪। যাক্‌ এই নিস্তেজ রসনা
বাক্‌শূণ্য কবরে
তুলব সেই গান, এই বাসনা
স্বর্গে মধুর স্বরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন