খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

এস হে স্বর্গীয় আত্মা, এস অগ্নিময় রূপ ধরি- প্রিয়নাথ বৈরাগী

এস হে স্বর্গীয় আত্মা, এস অগ্নিময় রূপ ধরি
অধিষ্ঠিত হও তুমি, আমা-সবার মস্তকোপরি
কর এ গৃহ আলোকিত, পুলকিত, কর সবার হৃদয় উদ্দীপিত।

১। এস তুমি আজি শুভ দিনে
অধিষ্ঠিত হও সবার প্রাণে
সুপ্ত মৃত সর্ব জনে, কর জাগ্রত, কর সঞ্জীবিত।

২। অগ্নিশিখারূপে তুমি, কর প্রবেশ এ হৃদয় প্রদেশে
দগ্ধ করি রুদ্ধ দুয়ার, তব জলন্ত, দীপ্ত পরশে
ছলনা কুবাসনা যত, পাপশত কর তব তেজে ধ্বংস ভস্মীভূত।

৩। যুগান্তে অন্তিম দিনে, সৃষ্টি ধ্বংস হবে অগ্নি বহে
নূতন সৃষ্টি পূর্ণ হবে, তব স্বর্গীয় পূণ্য প্রবাহে
আসুক সেদিন এ জীবনে, অদ্য দিনে
হউক নূতন সে সৃষ্টি আর্বিভূত।

৪। যীশু গুণগাঁথা গানে, দেহে জাগায়ে নূতন শক্তি
ভক্তিবিহীন এ পরাণে, তুমি ভিতর স্বর্গীয় ভক্তি
যীশুর নাম কীর্তনে এ ভূবনে হবে
মুক্তির মলয় প্রবাহিত।
-প্রিয়নাথ বৈরাগী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন