খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

এ অন্ধকার যাবে কেটে- প্রিয়নাথ বৈরাগী

এ অন্ধকার যাবে কেটে
নিশি আঁধার রবে না আর দিনের আলো উঠবে ফুটে।

১। সন্ধ্যা হলেই আসে আঁধার, ছায়ায় ঢাকে জগৎ সংসার
দিনের আলো আসে আবার, যখন সূর্য ওঠে।

২। পাখি জেগে গান গেয়ে যায়, বলো সবে “জয় যীশু জয়”
এ দেখ ঐ সূর্য উদয়, পূর্ব দিকে ঐ আকাশপটে।
৩। যে প্রহরী দিনে-রাতে, থাকে সদা তেমার সাথে
যে ভাবনা ভয় জাগে চিতে, বল খুলে তাঁর নিকটে।

৪। কেটে যাবে মনের আঁধার, আশঙ্কা ভয় রবে না আর
দেখবে তুমি কি শক্তি তাঁর, কি মহিমা ভবে ঘটে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন