খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

আমার মনের ব্যথা কেউ জানে না- Amer Moner Batha Kau Janena

আমার মনের ব্যথা কেউ জানে না
ফল ধরে না সোনার গাছে।
দয়াল যীশু বিনে সুফল হয় না,
এ জীবনে সকল মিছে।

১। ফলের আশায় কত লোকে, গাছের দিকে চেয়ে থাকে
গাছে ফল না দেখে মনের দুঃখে
মলিন মুখে যায় গো পিছে।

২। পত্র-পুষ্প বড়ই শোভা, আড়ম্বরে মনোলোভা
আরে হিংসা নিন্দা ছাড়ায় আভা
অংকারের বাও লেগেছে।

৩। গাছে যদি সুফল হইত ক্ষুধিত জনের প্রাণ জুড়াইত
এসে কত পথিক বসে রইত
দিবানিশি গাছের কাছে।

৪। বলে গেছেন যাবার কালে, মালিক একদিন আসবে মূলে
গাছে ফল না পেলে ক্ষুধার কালে
বলবে কুঠার লাগান আছে।

৫। তুমি লতা, আমি শাখা রেখ নাথ, তোমার গাঁথা
যেন সুফল পেয়ে গহত্রাতার
মনে ব্যাথা যায় গো ঘুঁচে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন