খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

আজ মহা পরিত্রাণ ভাই, আজ মহা পরিত্রান- Aj Moha Poritran Bhai

আজ মহা পরিত্রাণ ভাই, আজ মহা পরিত্রান;
যীশু উঠেছেন দেখ পাপীরে করিতে ত্রাণ।

১। চেয়ে দেখ কবর পানে, যীশুর দেহ নেই সেখানে,
(শুধু) বস্ত্রগুলি পড়ে আছে, দূতে করে সাক্ষ্যদান।

২। মগ্দালিনী মরিয়ম, করেন যীশুর অন্বেষণ;
(ও ভাই) মালি ভেবে শুধায় তারে, কোথায় আমার ত্রাণধন।

৩। বিশ্বাসী যদিও মরে, তবু সে উঠিবে পরে।
(ও ভাই) মৃত্যুঞ্জয়ী যীশু সেই, সত্যের চির প্রমান।

৪। যীশু আগে স্বর্গে গিয়ে, স্বর্গ দুয়ার দিলেন খুলে,
যাব যাব স্বর্গে যাব, যীশুর রক্তে পেয়ে ত্রাণ।

৫। নেচে নেচে তালে তালে, সবে মিলে বাহু তুলে,
(এখন) জয় যীশু, জয় যীশু, বলে কর তাঁহার গুণ কীর্তন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন