খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

এস সোনার দেশে, রণবেশে, সুখের দেশে চলে যাই- শশীভূষণ পন্ডিত

এস সোনার দেশে, রণবেশে, সুখের দেশে চলে যাই।
(মোরা) দরিয়া মাঝারে, তুফানে কি ঝড়ে,
বাদলে, ভয় করি না ভাই।

১। প্রেমের বাদামে, যীশু বন্ধুর নামে
হেলে দুলে মোরা বৈঠা বাই;
(তুলে) জয়েরি পাতাকা, যীশু নাম আঁকা
বাঁজিতয়ে ডঙ্কা চলেছি তাই।

২। উজানে কি বামে, অতি প্রাণপণে
পাড়ি দিয়ে পিছে নাহি চাই
(মোরা) চলেছি যাত্রী, অন্ধকার রাত্রি
নরক ভয় এড়ায়ে ভাই।

৩। দেখ গো চাহিয়া পরাণ ভরিয়া
সোনার ঘাটে আলোটি ভাই
(মোরা) ঘন বৈঠা ফেলে, হাল্লেলুইয়া বলে
সিয়োন ঘাটে নাও লাগাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন