খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

ওপারে হতে যাঁরা ভবে এসেছিল তাঁরা- যোহন ফলিয়া

ওপারে হতে যাঁরা, ভবে এসেছিল তাঁরা
চলে গোলো যে যাঁর আপন দেশে।
ও আমি একা বসে আছি ঘাটে।।

১। এসেছিল মথুরা আর প্রিয়নাথ
অকালে ঝরে গেলো হতে না প্রভাত
কি হতে কি হয়ে গেলো, কে কোথায় চলে গেলো
খুঁজে না পাই মাথা কুঁটে।।

২। এসেছিল প্রসাদ, যাব আর রাজাই
অনেকের নাম মনে আছে অনেকের নাম নাই।
ভাসায়ে গিয়াছে ভেলা সাধুর মেলা
চলে গেছে পরপারের ঘাটে।

৩। কত পাগল এসেছিল নামেতে পাগল
যাদের স্মরণে আজ চোখে আসে জল।
তাদের স্মৃতি বক্ষে ধরে সেবকগণ চলেছে ধীরে
জানি না কার ভাগ্যে রতন জোটে।

৪। সূর্য ডুবে যায় গোধূলী বেলা
আছি পাড়ে দাঁড়িয়ে আমি একেলা
খেলার সাথী ছিল যারা
আমায় ফেলে গেছে তারা
যোহন কান্দে একা বসে ঘাটে।
-যোহন ফলিয়া

৩টি মন্তব্য: