খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

কত ভালবাস থেকে আড়ালে- সেবক সঙ্গীত

কত ভালবাস- থেকে আড়ালে।
তোমায় ধ’রব বলে আশা করি, কেবল পাই না হাত বাড়ালে।

১। যখন ছিলাম মায়ের উদরে, ঘোর অন্ধকারময় কারাগারে হায় রে।
তুমি আহার দিয়ে বাতাস দিয়ে, তখন আমারে বাঁচালে।

২। যখন আমি ভূমিষ্ঠ হলেম, মায়ের কোমল কোলে আশ্রয় পেলেম, হায় রে।
মায়ের স্তনের রক্ত হে দয়াময়, তুমি ক্ষীর করে খাওয়ালে।

৩। বন্ধু-বান্ধব দারাসূত, প্রভু এসব কৌশল তোমারি তো হয় রে
ভবের ধন-ধান্য সহায় সম্বল পেলাম তোমার কৃপাবলে।

৪। তোমার দয়ায় সকল পেলাম, কেবল তোমায় একদিন না দেখিলাম, হায় রে।
তুমি কোথায় থাক, কেন এসে, আমি কাঁদলে কর কোলে।

৫। কাঁদলে বলে হতাশ হ’য়ে, এসে চক্ষের জল দেও মুছাইয়ে, হায় রে।
আবার কথা কয়ে প্রাণের মাঝে, কত উপদেশ দেও বলে।
-কাঙ্গাল হরিনাথ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন