খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

আঁধার ধরণী তিমির বরণী রজনী নামিল দিবা দ্বিপ্রহরে- Adhar Dhorani Timir Boroni

আঁধার ধরণী তিমির বরণী রজনী নামিল দিবা দ্বিপ্রহরে
শত চক্ষু মেলি তারকা মন্ডলী রচিত চাহিয়া ক্রুশের উপরে।

১। ক্রুশে বিদ্ধ যীশু ঈশ্বর নন্দন অমূল্য জীবন দেন বিসর্জন
পাপের প্রায়শ্চিত্ত করিতে সাধন দিতে মুক্তি ধন পাপী নারী-নরে।

২। নামিছে নয়নে মৃত্যুর আঁধার, উঠিছে গগনে তার আর্ত স্বর
উদয় হও আসি পিতা দয়াধার অসময়ে তুমি ত্যাজনা আমারে।

৩। ভূকম্পনে ফাটে ভূদরের চূড়া থর থর কাঁপে বসুন্ধরা
বিদীর্ণ কবরে জেগে উঠে মরা বিপর্যস্ত সৃষ্টি যীশুর মৃত্যুরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন