খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

অভয় বাণী শুনবার আশে আছি চেয়ে মুখপানে (Avoi Bani Sunber)

অভয় বাণী শুনবার আশে আছি চেয়ে মুখপানে।
নীরব থেক না আর বাক্য ব্রহ্ম, একবার কথা বল চাঁদ বদনে।

১। মুখের বাক্যে সৃষ্টি, স্থিতি, লয়
জীবন মরণ, সুখ-দুঃখ-তপি,
কত আসে আবার যায়।
তোমার মুখের বাক্যে সৃষ্টি হইল, আবার
প্রলয় হবে শুনি শেষ দিনে।

২। তোমার আজ্ঞায় এলেম জগতে
আবার যেদিন হুকুম হবে, ফিরে হবে হে যেতে
আজ মোর জীবনকালে কথা বল
আমার আসা যাওয়ার এই মাঝখানে।

৩। অগোচরে থেকে আড়ালে
কত দয়া কত অনুগ্রহ দিয়েছ ঢেলে
আবার বিপদ কালে দেখা দিয়ে উদ্ধার করেছ এ অধম জনে।

৪। দাঁড়ালে আজ সম্মুখে এসে,
রূপের ছটায় সারা জগত সৃষ্টি গিয়াছে ভেসে
বল “শান্তি হোক, হোক নূতন সৃষ্টি”
আমার জরাজীর্ণ এ জীবনে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন