খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

কাঙ্গাল ডাকে, দ্বারে দাঁড়ায়ে- Kangal Dakhe

কাঙ্গাল ডাকে, দ্বারে দাঁড়ায়ে
চরণ ধূলা পাবার আশে দয়াল, আছে দুই হাত বাড়ায়ে।

১। হৃদয় ভরা আছে ব্যথা, আছে প্রাণে কত কথা
বলব তোমার জগত্রাতা, ধরে ঐ শ্রীচরণ জড়ায়ে।

২। শুনেছি হে ঈশ্বর নন্দন, এলে দ্বারে দুঃখী যে জন
শূণ্য হাতে তারে কখন কখন তুমি দেওনা প্রভু ফিরায়ে।

৩। দিয়ে তারে চরণ তোমার, ঘুঁচাও যত অন্তরের ভার
দয়াল তোমার দয়ায় যায় তার প্রাণের সকল জ্বালা জুড়ায়ে।

৪। সেই আসাতে এসে দ্বারে, ডাকিতেছি বারেবারে
দেও দরশন দয়া করে, দাসে রাখ চরণ আশ্রয়ে।
-প্রিয়নাথ বৈরাগী

1 টি মন্তব্য: