খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

আনন্দ ধরে না মনে- Anando dhore Na Mone

আনন্দ ধরে না মনে
প্রিয় নাথের প্রেমালাপনে,
(মোরা) যীশুর প্রেমে বাদাম তুলে চলে যাব সিয়োনে।

১। (শুন) শুভ সমাচার, (যীশু) খুলে স্বর্গ-দ্বার
জীবন-মুকুট হস্তে লয়ে ডাকেন বারে বার,
(ওহে) যুদ্ধেতে বিজয়ী ভক্ত, স্বর্গ
 তোমার কারণে।

২। (স্বর্গ) পিতার ভবন, (অসংখ্য) সাধু দূতগণ
নাচিছে গাহিছে সদা প্রফুল্ল বদন
(পিতা) আব্রাহাম ও লাসার আছেন, যিহুদা নাই সেখানে

৩। (আছে) জীবন-বৃক্ষের ফল, (আর) শান্তি-নদীর জল
আহার পানে তৃপ্ত সব ভকতের দল
(আমরা) তাহাদের সঙ্গে রব, চেয়ে যীশুর মুখপানে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন