খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

কালভেরী গিরিশিরে ঝুলিতেছেন ক্রুশোপরে ঈশ্বরকুমার- প্রিয়নাথ বৈরাগী

কালভেরী গিরিশিরে, ঝুলিতেছেন ক্রুশোপরে ঈশ্বরকুমার
ঐ যে রক্তাক্ত সেই সোনার তনু, রক্ত বহিতেছে দর দর
সিক্ত করি ক্রুশ কাষ্ঠ পর্বত শিখর।

১। মস্তক কন্টকমন্ডিত; ললাট তাঁর রুধিরাক্ত, স্তিমিত
দুইটি নেত্র, সোনার অঙ্গ কাঁপে থর থর।
দারুণ যাতনা জর্জর কণ্ঠে, তিনি করিতেছেন আর্তস্বর
“ক্ষম মোর এই শত্রুগণে, পিতা দয়াধার”।

২। যীশুর মরণের চিত্র, ধ্যান কর দিবা-রাত্র, মুক্তির পথ ঐ একমাত্র
অন্য পথ নাহি ভবে আর
তুমি তাঁর মরণে পাবে জীবন, কর আত্মোৎসর্গ পায়ে তাঁর
ঐ শোনিতে হবে ধৌত যত পাপ তোমার।
-প্রিয়নাথ বৈরাগী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন