খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

আসিতেছেন ঈশ্বর নন্দন চড়ি মেঘরথে সদলে- Acitechen Issor Nondon Cori Megho

আসিতেছেন ঈশ্বর নন্দন চড়ি মেঘরথে সদলে
সবে প্রস্তুত হও, প্রস্তুত হও, প্রস্তুত হও তোমরা সকলে।

১। হবে ভীষণ তুরীর ধ্বনি, জেগে উঠবে সব মৃত প্রাণী
রূপান্তর হবে এ ধরণী শয়তান বন্ধিবে শৃঙ্খলে।

২। মহামারী যুদ্ধ হচ্ছে, দুর্ভিক্ষে লোক মারা যাচ্ছে
মহা ভূমিকম্প দেখা দিচ্ছে জ্যান্ত পাচ্ছে সকলে।

৩। উঠ উঠ, জেগে থাক, ঘুমাইবার আর সময় নাইকো
সবে এক দৃষ্টে চেয়ে থাক, বিশ্বাস বাহু তুলে।

৪। নির্বুদ্ধির মতন হয়ে, ধন সম্পত্তি টাকা পেয়ে
এখন রয়েছ মায়ায় ভুলে উত্তর দিবে কি বলে।

৫। যে জন ধর্মের ছদ্মবেশী জগতের সুখ অভিলাসী
সেও হবে নিশ্চয় দোষী, শ্রীযীশুর বিচারকালে।
৬। সুবুদ্ধির মত হয়ে, প্রার্থনায় থাক জাগিয়ে
যেন হৃদয়ের নাথ হৃদয়ে আসিয়ে প্রস্তুত দেখেন সকলে।

৭। বিশ্বস্ত যে দাস হইবে, পাঁচ তোরায় সে দশ করিবে
যীশুর অক্ষয় মুকুট মাথায় নিয়ে বসাবেন নিয়ে কোলে।
-অজ্ঞাত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন